Jobs

পয়েন্টস ম্যান বুকিং মাস্টার কার কত টাকা বেতন বোনাস

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু পদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। অনেকেই এ সকল পদের বেতন ভাতা সম্পর্কে জানতে চেয়েছেন। পর্যায়ক্রমে আমি গেটম্যান খালাসী পোর্টার অফিস সহায়ক,  রেলওয়ে পয়েন্টস ম্যান, ও সহকারী স্টেশন মাষ্টার,বুকিং সহকারী বেতন ও সুবিধা বোনাস সমূহ  দেওয়ার চেষ্টা করছি।

গেটম্যান খালাসী পোর্টার অফিস সহায়ক বেতন

 • মূল ব্যাসিক…. ৮২৫০/-
 • বাসা ভাড়া ব্যাসিক এর ৫০%…৪৫০০/-(সর্বনিম্ন)
 • চিকিৎসা ভাতা…..১৫০০/-
 • টিফিন…………….২০০/-
 • রেশন……………….৫০/-
 • এই মোট ১৪,৫০০/-

উল্লেখ্য যে শুধুমাত্র ঢাকা সিটির জন্য বাসা ভাড়া ব্যাসিক এর ৬৫% সর্বনিম্ন ৫৬০০/-, অন্যান্য সিটির জন্য ব্যাসিক এর ৫৫% সর্বনিম্ন ৫০০০/-, সকল সিটির জন্য যাতায়াত ভাতা ৩০০/-

রেলওয়ে পয়েন্টস ম্যান বেতন

 • মূল ব্যাসিক…. ৮৮০০/-
 • বাসা ভাড়া ব্যাসিক এর ৫০%…৪৫০০/-(সর্বনিম্ন)
 • চিকিৎসা ভাতা…..১৫০০/-
 • টিফিন…………….২০০/-
 • রেশন……………….৫০/-
 • এই মোট ১৫,০৫০/-

 

উল্লেখ্য যে শুধুমাত্র ঢাকা সিটির জন্য বাসা ভাড়া ব্যাসিক এর ৬৫% সর্বনিম্ন ৫৬০০/-, অন্যান্য সিটির জন্য বাসা ভাড়া ব্যাসিক এর ৫৫% সর্বনিম্ন ৫০০০/-, সকল সিটির জন্য যাতায়াত ভাতা ৩০০/-

 

সহকারী স্টেশন মাষ্টার,বুকিং সহকারী বেতন

 • মূল ব্যাসিক…. ৯৭০০/-
 • বাসা ভাড়া ব্যাসিক এর ৫০%…৪৮৫০/-
 • চিকিৎসা ভাতা…..১৫০০/-
 • টিফিন…………….২০০/-
 • রেশন……………….৫০/-
 • এই মোট ১৬,৩০০/-

উল্লেখ্য যে শুধুমাত্র ঢাকা সিটির জন্য বাসা ভাড়া ব্যাসিক এর ৬৫%, অন্যান্য সিটির জন্য বাসা ভাড়া ব্যাসিক এর ৫৫%, সকল সিটির জন্য যাতায়াত ভাতা ৩০০/-

বিঃদ্রঃ শিক্ষাভাতা হিসেবে একটি সন্তান লেখাপড়ার জন্য মাসিক ৫০০/- আর সর্বোচ্চ ২ টি সন্তান এর জন্য মাসিক ১০০০/-। আর যাদের বিয়ে হয়নি বা সন্তান লেখাপড়া করার বয়স হয়নি তাদের জন্য কিছু নাই ।

দুই ঈদে বোনাস হিসেবে মূল ব্যাসিক সমপরিমাণ পাবেন এবং পহেলা বৈশাখ এর বোনাস হিসেবে মূল ব্যাসিক এর ২০% পাবেন।

Back to top button