Question Bank
বঙ্গবন্ধু টানেল নিয়ে প্রশ্ন MCQ সাম্প্রতিক

প্রশ্ন : কোন নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুরর হমান টানেল নির্মিত হচ্ছে?
- উত্তর : কর্ণফুলী।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণকাজউ দ্বোধন করা হয়—
- উত্তর : ২৪ ফেব্রুয়ারি ২০১৯।
প্রশ্ন : প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীনের সরকারিপ র্যায়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কবে?
- উত্তর : ২০১৪ সালের ১০ জুন।
প্রশ্ন : বঙ্গবন্ধু টানেল নির্মাণের দায়িত্বে রয়েছে কোন
প্রতিষ্ঠান?
- উত্তর: চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি)।
প্রশ্ন : প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে কত?
- উত্তর : ১০ হাজার ৩৭৪ কোটি ৪২ লাখ টাকা।
প্রশ্ন : বঙ্গবন্ধু টানেল প্রকল্পের মোট দৈর্ঘ্য কত?
- উত্তর : ৯.৩৯ কিমি।
প্রশ্ন : প্রকল্পের মূল টানেলের দৈর্ঘ্য কত?
- উত্তর : ৩.৩২ কিমি।
প্রশ্ন : বঙ্গবন্ধু টানেল কত লেন ও কত টিউববিশিষ্ট?
- উত্তর : চার লেন ও দুই টিউব বিশিষ্ট।
প্রশ্ন : বঙ্গবন্ধু টানেল কোন দুটি শহরকে সংযুক্ত করবে?
- উত্তর : চট্টগ্রাম বন্দরের সঙ্গে আনোয়ারা উপজেলাকে।
প্রশ্ন : ওয়ান সিটি টু টাউন—ধারণাটি কোন প্রকল্পের
সঙ্গে সম্পৃক্ত?
- উত্তর : বঙ্গবন্ধু টানেল।