DU B unit question Solution 2022-23 [ঢাবি খ ইউনিট প্রশ্ন ব্যাংক]

Du b unit question bank pdf download

DU B unit question Solution 2019-20 আমাদের স্টুডেন্ট হেল্প বিডি ওয়েবসাইটের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান সহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত আপডেট নিউজের জন্য আমাদের সাথেই থাকুন

নিচে  ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ২০১৯-২০ প্রশ্নের সমাধান দেওয়া হলো.

DU B unit Bangla Written  question Solution 2019-20

ক) টুপির তেজ’ বলতে অনুচ্ছেদে কী বোঝানাে হয়েছে?

উত্তর: টুপির তেজ বলতে ‘মুক্তিযােদ্ধার চেতনার কথা বলা হয়েছে।কেননা টুপিটি ছিল মিন্টুর আর মিন্টু ছিল একজন মুক্তিযােদ্ধা। ১৯৭১ সালে সকল মুক্তিযােদ্ধারা এদেশের মানুষের মুক্তির জন্য নিজেদের সামান্য অস্ত্রসন্ত্র নিয়ে বিশাল পাকিস্তানি বাহিনীর মুখােমুখি হয় আর এই সাধ্য কাজ করার প্রেরণা যুগিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা। আর উদ্দিপকে এই ইঙ্গিত করা হয়েছে যে টুপির এক গােপনীয় তেজের কারণে তার উপরে পড়া পানির স্বাদ যেন আর পানির মত নেই। উদ্দিপক থেকে বােঝা যায় যে, টুপির তেজ বলতে মুক্তি যুদ্ধের চেতনাকে বোঝানো হয়েছে।

People also search for DU B unit question Solution 2019-20

DU b unit written  question  2019-20 pdf

DU B unit question Solution 2019-20

DU B Unit Question Bank

DU B Unit Question Written part

dhaka university b unit question 2017-18

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট লিখিত প্রশ্ন ২০১৯-২০

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ব্যাংক pdf

ঢাবি খ ইউনিট প্রশ্ন ব্যাংক pdf

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন সমাধান ২০১৯-২০২০

খ) অনুচ্ছেদে ব্যবহৃত গুষ্টি”, ‘সুরত’- শব্দ দুটি পাকিস্তানি বাহিনীর প্রতি কথকের বিশেষ দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে; কীঁভাবে?

উত্তর: অনুচ্ছেদে ব্যবহৃত গুষ্টি, সুরত শব্দ দুটি লেখকের পাকিস্তানিদের প্রতি বিতৃষ্ণা, রাগ, ক্ষোভ, ঘৃণার পরিচয় বহন করে। আমাদের বলা কথাগুলাে তাৎপর্য নির্ভর করে আমাদের প্রকাশভঙ্গির উপর। আর ভালাে অর্থবহ শব্দগুলাে প্রকাশতঙ্গির কারণে খারাপ অর্থবহন করে যেমন-
“তুমি যাও” এবং “বললাম না তুমি এখন যাও” কথা দুটির মাঝে অনেক ব্যবধান আছে যদিও বাক্য দুটির একই অর্থ বহন করে তবে তার প্রকাশনভঙ্গির কারণে বাক্য দুটির গুরুত্ব ভিন্ন। যার প্রথমটি সাধারণ অর্থ বহন করে আর দ্বিতীয়টি রাগ, ক্ষোভ অর্থ বহন করে।

গ) ‘মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কী ভালােই যে করেছে।” উক্তিটির তাৎপর্য কী?

উত্তর: “মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কী ভালােই না করেছে উক্তিটির তাৎপর্য সুগভীর এই রেইনকোটটি কথক পরিধান করার ফলে তাকে একজন মুক্তিযােদ্ধার মত দেখাচ্ছে। যার কারণে সকল ছিচকে চোর রাজাকার টাইপ লােকগুলাে তাকে দেখে দূরে সরে যাচ্ছে বা তাকে ভয় পাচ্ছে। এজন্য কথকের মনে আনন্দের জোয়ার বইছে এটা ভেবে যে একজন মুক্তিযােদ্ধার পােশাক যদি এত তেজ থাকে তাহলে মুক্তিযােদ্ধাদের কতইনা তেজ। অতএব, আমরা বলতে পারি উক্তিটি গভীর তাৎপর্য বহন করেছে।

ঘ) অনুচ্ছেদটিতে ‘রেইনকোট’ কিসের প্রস্তীক হয়ে উছে-তা সংক্ষেপে লেখ।

উত্তর: উদ্দীপকে রেইনকোটটি একজন প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে সােচ্চার। নিজের অধিকার আদায়ে সংগ্রামী, দেশকে শত্রুমুক্ত করার জন্য নিবেদিত প্রাণ একজন মুক্তিযােদ্ধার প্রতীক হয়ে উঠেছে। কারণ রেইনকোটটি হিল একজন মুক্তিযােন্ধার। রেইনকোটটি মুক্তিযােদ্ধার সংস্পর্শ পেয়ে যেন মুক্তিযােন্ধার প্রতিবাদী অশ্লীশিখা নিজের মধ্যে রঞ্ত করে নিয়েছে। যার কারণে লােকেরা তাকে দেখে শয় পাচ্ছে। সুতরাং উপরের আলােচনা থেকে আমরা এটা বলতে পারি যে, রেইনকোটটি যেন একজন মুক্তিযােদ্ধার প্রতীক হয়ে ওঠেছে।

উদ্ধৃতি ব্যাখ্যা কর:

ক) মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আতবিকও।

উত্তর: মানুষের দৈহিক বৃদ্ধি ঘটার সাথে সাথে আব্মারও বৃদ্ধি ঘটে। মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় তার জ্ঞান গরীমা, বুদ্ধির কারণে আর যদি আত্মার বৃদ্ধি না ঘটত তাহলে জ্ঞান বৃদ্ধি অর্জন করতে পারত না আর এজন্য সৃষ্টির শ্রেষ্ঠ জীবও হতে পারত না। আমরা যদি দেখি একজন মানুষের শৈশব বা কৈশাের তাহালে দেখবে তাদের মাঝে ভুলে ভরা কারণ তাদের এখনাে পরিপূর্ণভাবে আক্মার বৃদ্ধি ঘটে নি। যখন ধীরে ধীরে মানুষ বড় হয় তখন তার মধ্যে মানবিকতা, মূলাবােধ, দায়িত্বজ্ঞান ইত্যাদি ঝড়তে থাকে আর এগুলা আত্মার বৃদ্ধির ফলে ঘটে, তাইতাে কবি বলেছেন, মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিকও।

খ) ‘তােমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান——–!

উত্তর: মানুষের মন সকল ন্যায়, অন্যায়ের উৎস্থল। সকল ন্যায়, অন্যায়ের রূপদাতা মানুষের মন এইখানে যেন সকল কেতাব, শাস্ত্র,জ্ঞান জমা থাকে একজন মানুষ সেভাবেই বলে যেভাবে তার মন তাকে চালায়। সকল ধর্মগ্রন্থের মূল মন্ত্র মানুষের হৃদয়ে আর তা হলাে মানবতাবােধ এবং সমতার দৃষ্টি।

Gst AdmissionTest 

বঙ্গানুবাদ কর:

Kuakata is one of the unique …….Each year thousands of devotees come here to attend various.

উত্তর: কুয়াকাটা বাংলাদেশের অন্যতম স্বতন্ত্র একটি অনন্য পর্যটন স্থান। এটি দর্শনার্থীকে সৈকত থেকে সূর্যোাদয় সূর্যান্ত উভয়ই দেখার অনুমতি দেয় এবং এটি সম্ভবত কুয়াটাকে বিশ্বের অন্যতম আকর্ষীয় সৈকত করে তােলে। কুয়াকাটায় দীর্ঘ এবং প্রশস্ত সৈকতের একটি সাধারণ প্রাকৃতিক সজ্জা রয়েছে। এটি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের একটি পবিত্র ভূমি। প্রতি বছর হাজার হাজার ভক্ত বিভিন্ন উৎসবে যােগ দিতে এখানে আসেন।

তপােবন= আমি রবীন্দ্রনাথের মতাে তপােবন প্রেমিক দেখিনি।
সমীচীন= তােমার এ কাজটা করা সমীচীন হয়নি।
অবিনাশী= আমার অবিনাশী মনের ভালােবাসা বােঝার ক্ষমতা তােমার নেই।
মূল্যবােধ = সামাঞজিক মূল্যবােধ বজায় রাখা উচিত।
বাতায়ন = আমার দক্ষিণের বাতায়ন রেখেছি খুলে সখি তােমাকে দেখবার তরে

সম্পর্কিত সার্চগুলি

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৯-২০২০ খ ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন

ঢাবি খ ইউনিট লিখিত প্রশ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট প্রশ্ন সমাধান ২০১৯-২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক pdf

ঢাবি খ ইউনিট লিখিত প্রশ্ন ২০১৯-২০

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বিষয়সমূহ

ঢাবি খ ইউনিট প্রশ্ন ২০১৯-২০ pdf

DU B unit English Written  question Solution 2019-20

General English

5. Write a paragraph  Bangabandhu Sheikh Mujibur Rahman’s Historic Speech of 7h March 1971.

5. Fill in  the gap

pollutes discharges waste free toxic dumped since paid back because of Dhaka city – the bounty of the river Buriganga by
sucking life out of it. According to newspaper report, the Buriganga is dying-pollution. Huge quantities of chemicals are – into the river every day. The city – about 4500 tons of solid waste every day and most of it is directly released into this river.

Answer: paid back, because of, toxic, dumped,
discharges.

Make sentence :1×5-5

Heritage, Empowerment, Hospitality, Fascination, Integrate.

Answer:

Heritage = Sundarbans is a world’s heritage.

Empowerment = Woman empowerment is very

needed for Bangladesh.

Hospitality = They were glad by their hospitality.

Fascination =

Integrate = We should integrate all the notes.

সম্পর্কিত সার্চগুলি

Dhaka university c unit question 2019

DU B Unit Question Bank PDF Download

ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট

Du ka unit question Bank PDF

DU question pattern

Question Bank of Dhaka University

Dhaka University Admission Question 2019

Related posts

Leave a Comment