Admission

অনার্স ১ম বর্ষের পরীক্ষা কবে হবে ২০২২ রুটিন pdf

Those who are honors first year students can download exam routine 2021 from our website. This exam routine is already uploaded on our website for those of you who can easily collect the routine.

So this routine will be very useful for those who are going to participate in the exam held in honors first year 2021 and by checking this routine you can know when the exam will be held.

2022 Honors 1st year exam is supposed to be right time but it is not held yet. However, thinking about the students, the National University authorities took their classes forward.

However, all activities are held as per the university notice. However, if the situation in the country is normal, the exam will be held on time.

অনার্স ১ম বর্ষের পরীক্ষা কবে হবে ২০২২ রুটিন pdf

But the situation in the country is now very normal, after the corona vaccine, it has come under control.

Each of the first year courses has a total of six subjects. However, the first year students have little idea about how the honors level exams are, how many marks can be passed and how to write the answers to the questions.

জাতীয় বিশ্ববিদ্যালয় ১ম বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন

Moreover, as the educational institutions are closed for a long time, the candidates are far away from their studies. If a student has a test routine then his study speed will automatically increase.

Because as time goes on the exam day will come closer. And there will be a kind of pressure in the examinee.

অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন ডাউনলোড

Honors will publish the first year routine on a website of the National University. Where possible date of examination will be given. This exam will be held in every exam center across the country.

Each exam will be held at scheduled time. If you are Honors 1st year candidate, and if you are looking for 1st year routine then first visit our website. You will find your desired routine on our website.

অনার্স ১ম বর্ষের জন্য কিছু প্রশ্নোত্তর

যারা অনার্স ১ম বর্ষে আছেন তাদের হাতে সময় খুব বেশি নেই বললেই চলে । বাকী যেইটুকু সময় আছে সেই সময়টুকু কাজে লাগিয়ে কিভাবে ভালো রেজাল্ট করবেন??

অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে যেমন –  কোন সাজেশন ভালো হবে? কিভাবে পড়বো??

পরীক্ষায় কিভাবে লিখবো? এত সময় (৪ ঘন্টা) ধরে লিখতে হবে??? ভাইয়া আমি ফার্স্ট ক্লাস পেতে চাই কিভাবে পড়বো? ইত্যাদি।

সমাধান একটাই পড়ার কোনো বিকল্প নাই । যত পড়বে নিজেকে তত সমৃদ্ধ মনে হবে ।

প্রশ্নঃঅনার্স ১ম বর্ষের পরীক্ষা কবে হবে ?

উত্তরঃ সাধারনত ফর্ম ফিলাপের ১/ ২ মাস পরেই পরীক্ষা শুরু হয় । সে হিসেবে আগষ্টের শেষ সপ্তাহে / সেপ্টেম্বরে শুরু হতে পারে। (এই নিয়ে কোনো পোস্ট করবেন না। রুটিন/কোনো প্রকার নোটিশ দিলে জানিয়ে দেওয়া হবে)

প্রশ্নঃ কোন সাজেশন ভালো হবে?

উত্তরঃ প্রথমে বলবো সাজেশন নিজের কাছে ভাইয়া। নিয়মিত ক্লাস করলে এবং সেই পড়া বাসায় এসে ১-২ ঘন্টা পড়লে যথেষ্ট । তারপরে Baticrom ভালো হবে। ব্যতিক্রম খুব ভালো সাজেশন।

প্রশ্নঃ কিভাবে পড়াশোনা করবেন??

উত্তরঃ আপনি সারাদিনের জন্য একটা রুটিন বানান । কখন কোন কাজ করবেন । এবং পড়াশোনার জন্য একটা রুটিন বানান ।

কোন সময়ে কোন সাবজেক্ট পড়বেন। তবে রাতে ২ ঘন্টা করে প্রতিদিন পড়বেন। বাকি সময় যা খুশি করতে পারেন। সকালে ম্যাথ ও মুখস্ত রাখার বিষয় গুলো পড়বেন। প্রতিদিন সব বিষয় পড়ার চেষ্টা করবেন ।

প্রশ্নঃ পরীক্ষায় কিভাবে লিখবো/কিভাবে বেশি মার্কস পাবো?

উত্তরঃ প্রথমে আপনাকে ‘ক-বিভাগ’ এর প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে । ক বিভাগ খুব ইফেক্ট ফেলে খ ও গ প্রশ্নের উত্তেরর প্রতি। এরপর খ-বিভাগ অতঃপর গ বিভাগ ।

  • ক- বিভাগের জন্য এক লাইন/সংজ্ঞা যথেষ্ট।
  • খ-বিভাগের জন্য এক পৃষ্ঠা থেকে দেড় পৃষ্ঠা উত্তম।
  • গ-বিভাগের জন্য ৪/৫ পৃষ্ঠা + লিখার চেষ্টা করবেন ।

হাতের লিখা সুন্দর করবেন । সুন্দর করে লিখবেন। তাহলে মার্কস ভালো পাবেন ।

‘খ’ ও ‘গ’ বিভাগের উত্তরগুলো এভারেজ লিখবেন । প্রতিটি প্রশ্নের উত্তর এক সমান লিখবেন । একটা প্রশ্ন ৫ পেজ আরেকটা প্রশ্ন ৩ পেজ, এভাবে লিখবেন না । সবগুলো এক সমান পেজ লিখবেন।

প্রশঃ ৪ ঘন্টা?? কি লিখবো এতো???

উত্তরঃ৪ ঘন্টা??😮😮😮😮 এত সময় কি লিখবো??

ভাই থামেন! যদি কমন পরে তাহলে ৪ ঘন্টা কোনদিক দিয়ে চলে যাবে বুজতেই পারবেন না। অনেক এনজয় হবে। শেষের ৩০ মিনিট আগে বুঝতে পারবেন ।

আর যদি কমন না পরে তাহলে ৪ ঘন্টা বোরিং লাগবে । ৪ ঘন্টা অনেক সময় আবার অনেক কম সময় । যে যেভাবে নিতে পারে সময় । সুতরাং, ৪ ঘন্টা এনজয় করুন।

প্রশ্নঃ অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল কখন দিবে?

উত্তরঃ পরীক্ষা শেষে ৯০ দিন পর রেজাল্ট দিবে । হয়তো আরো কিছুদিন পর দিতে পারে । তবে ৯০+ দিন, এর আগে দিবে না । (সুতরাং এত টেনশন নিয়ে গ্রুপে সবসময় পোস্ট না দেওয়া উত্তম মনে করি) ।

প্রশ্নঃ পরীক্ষা শেষ হবার কতদিন পর ২য় বর্ষের ক্লাস শুরু হয়?

উত্তরঃ সাধারণত একেক কলেজে একেক নিয়ম । কোনো কলেজে আগে ক্লাস শুরু হয় আবার কোনো কলেজে পরে শুরু হয় । তবে সাধারনত ১ মাস ছুটি দেয় / জানুয়ারি ১ তারিখ থেকে ক্লাস শুরু হয় ।

প্রশ্নঃ ফার্স্ট ক্লাস পাবো তো?

উত্তরঃ অবশ্যই! আপনিই পাবেন । ১ম বর্ষ খুব সহজ । সবার ১ম বর্ষে রেজাল্ট ভালো থাকে, শুধু একটু কৌশল অবলম্বন করতে হবে এবং পড়তে হবে ।

আপনি কতটুকু জানেন তা পরীক্ষার খাতায় সুন্দর ভাবে উপস্থাপন করবেন । তাহলে দেখবেন আপনার রেজাল্ট ভালো হবে ।

প্রশ্নঃ একটা ভালো সাজেশন/গাইডলাইন দেন যেন ফার্স্ট ক্লাস পায়।

উত্তরঃ ভাইয়া ফার্স্ট ক্লাস পাওয়া সহজ নয় । এরজন্য পরিশ্রম করতে হবে, পড়তে হবে, ভালো পরীক্ষা দিতে হবে তাহলেই আপনি আপনার কাঙ্খিত ফলাফল অর্জন করতে সক্ষম হবেন।

কষ্ট করলে কেষ্টো মেলে😁😁। সঠিক গাউডলাইন হয়তো কয়েকদিন পর গ্রুপে পোস্ট করা হবে ।

প্রশ্নঃ যদি ফেইল করি তাহলে কি কোনো সমস্যা হবে..?

উত্তরঃ না! আপনাকে ২য় বর্ষে প্রোমোট হবার জন্য কমপক্ষে ৩ বিষয়ে পাশ করতে হবে।

 

প্রশ্নঃ কত বিষয়ে পাশ করলে ২য় বর্ষে প্রমোটেড হওয়া যাবে..?

 

উত্তরঃ কমপক্ষে ৩ বিষয়ে পাশ করতে হবে।

প্রশ্নঃ সীট কীভাবে পরবে..মানে রেজিঃ অনুযায়ী নাকি অন্য কোনো ফরম্যাটে?

উত্তরঃ রেজিষ্ট্রেশন নম্বর অনুযায়ী সিট বসবে । কপাল ভালো থাকলে আপনার পাশে আপনার ক্লাসমেট পেতে পারেন ।

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি প্রশ্ন আউট হয়?

উত্তরঃ ভাইরে এখন মাধ্যমিক/উচ্চ মাধ্যমিকের প্রশ্ন আউট হয় না, আর অনার্সে তো প্রশ্নই আসে না। এসবে কোনো গুজবে কান দিবেন না।

সর্বোপরি বলতে চায় আপনি ভালোভাবে পড়ালেখা করুন । আপনিই ভালো ফলাফল করবেন।

Back to top button