BlogJobs

নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার অফিসার পদে

নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার অফিসার পদে বয়স

০১ জুলাই ২০২৩ তারিখে ১৬ই বছর হতে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত

প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর) এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

শারীরিক মান (ন্যূনতম) নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার অফিসার পদে

বাংলাদেশ নৌবাহিনী ২০২৩বি অফিসার ক্যাডেট ব্যাচ

Physical Qualification পুরুষ মহিলা
Height : ১৬২.৫ সেঃ মিঃ (৫’-৪”) ১৫৭.৪৮ সেঃ মিঃ (৫’-২”)
Weight : ৫০ কেজি ৪৭ কেজি
Chest বুকের মাপ স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০″) স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮”)
: সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২”) সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০)

* (উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে)

বাংলাদেশ নৌবাহিনী ২০২৩বি অফিসার ক্যাডেট ব্যাচ শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)

নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

  • ক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভূক্ত থাকতে হবে। অথবা, ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম ২টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভূক্ত থাকতে হবে।
  • খ। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। ২০২২ সালের এইচএসসি/সমমান পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন।

নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার  বৈবাহিক অবস্থা

অবিবাহিত।

নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার  জাতীয়তা

শুধুমাত্র বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।

নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার  অযোগ্যতা

  •  সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকুরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে।
  •  আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট/ প্রত্যাখ্যাত হলে।
  • সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে।
  •  যে কোন বিচারালয় হতে দন্ডপ্রাপ্ত হলে অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার অফিসার পদে

  • নৌবাহিনী কলেজ ঢাকা,  মিরপুর-১৪, ঢাকা

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ

  • পুরুষ প্রার্থী: ১০, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ অক্টোবর ২০২২
  • মহিলা প্রার্থী : ২০ অক্টোবর ২০২২

 

  • নৌবাহিনী স্কুল ও কলেজ, বন্দর, চট্টগ্রাম
  • ১৮, ১৯ অক্টোবর ২০২২ (পুরুষ প্রার্থী)

    ২০ অক্টোবর ২০২২ (মহিলা প্রার্থী)

  • নৌবাহিনী স্কুল ও কলেজ, বয়রা, খুলনা
  • ১৮, ১৯ অক্টোবর ২০২২ (পুরুষ প্রার্থী)

    ২০ অক্টোবর ২০২২ (মহিলা প্রার্থী)

নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার অফিসার পদে মনোনয়ন পদ্ধতি

লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ

  1. ২১ অক্টোবর ২০২২ (বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণজ্ঞান)

জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট

নৌকমাণ্ডো ও সাবমেরিনার হতে

যোগ দিন

বাংলাদেশ নৌবাহিনীতে

 

 আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি),

ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে।

 চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা

আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 চূড়ান্ত মনোনয়ন পর্ষদ

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণের নৌসদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম জুন ২০২৩ এর মধ্যে অনুষ্ঠিত হবে।

 নেভাল একাডেমিতে যোগদান

চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ জুন ২০২৩ এর তৃতীয় সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন।

নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার pdf

Back to top button