surokkha.gov.bd covid-19 vaccine registration card
surokkha.gov.bd covid-19 vaccine registration card download how to form fill up সুরক্ষা করোনা টিকা নিবন্ধন টিকা কার্ড ডাউনলোড app NID
surokkha.gov.bd covid-19 vaccine registration BD অনলাইনে নিবন্ধন করার ধাপ সমূহ:
প্রথমে এই পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন।
করোনা ভ্যাকসিন নিবন্ধনের জন্য surokkha App by ict division সুরক্ষা অ্যাপ ডাউনলোড করুন
Covid-29 vaccine SMS নোটিফিকেশন
অনলাইনে নিবন্ধন পরবর্তী তথ্য যাচাইপূর্বক পর্যায়ক্রমে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম উল্লেখপূর্বক মুঠোফোনে খুদেবার্তা পাবেন।
Covid-19 টিকা কেন্দ্রে টিকা গ্রহণ
মুঠোফোনে খুদেবার্তা প্রাপ্তি সাপেক্ষে টিকাকার্ড জাতীয় পরিচয়পত্র ও সম্মতিপত্রসহ নির্দিষ্ট তারিখে টিকাদান কেন্দ্রে স্ব-শরীরে উপস্থিত হয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করবেন।
In order to distribute COVID-19 vaccine among the people of Bangladesh, ICT Division of Bangladesh has come up with a web portal and mobile application to proceed with initial registration process. Surokkha is providing the facility to register for vaccination for the people of Bangladesh.
If anyone wants to register for COVID-19 vaccine, they must provide the National Identification number to verify. The following information are being captured from this application.
- – National Identification Number
- – Date of Birth
- – Mobile Phone number
- – Co-Morbidity
- – Desired Address for Vaccination Center
- – User consent for receiving vaccine
The application verifies the user by sending an OTP to the given mobile phone number and allow them to register. Registrants can check their application status, download Vaccine Card and download Certificate in a later stage.
নিবন্ধন স্ট্যাটাস
টিকা কার্ড সংগ্রহ
টিকা সনদ সংগ্রহ
নিবন্ধনের শেষ পর্যায়ে OTP পাই নাই করণীয় কি?
আপনি OTP পুনরায় পাঠাতে পারেন। ভুলবশত OTP প্রদানের স্ক্রিনটি বন্ধ করে দিলে পুনরায় নিবন্ধন প্রক্রিয়া করতে পারবেন।
কোভিড-১৯ করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে ইচ্ছুক, কিভাবে অনলাইনে নিবন্ধন করব?
www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে প্রবেশ করে অথবা গুগল প্লে স্টোর থেকে “সুরক্ষা” অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত ওয়েব পোর্টালে “সহায়িকা” দেখুন।আমি অনলাইনে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছি, এখন আমার পরবর্তী করনীয় কি?
www.surokkha.gov.bd ওয়েব পোর্টাল হতে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করুণ। পরবর্তীতে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ভ্যাকসিনের তারিখ ও কেন্দ্র জানানো হবে।কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন পরবর্তী অবস্থা অনলাইনে কিভাবে যাচাই করব?
www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে “নিবন্ধন স্ট্যাটাস” মেনু হতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধনের অবস্থা জানতে পারবেন।কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য ভ্যাকসিন কার্ড কিভাবে পেতে পারি?
www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে “টিকা কার্ড সংগ্রহ” মেনু হতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক ভ্যাকসিন কার্ড সংগ্রহ করতে পারবেন।ভ্যাকসিন গ্রহণের জন্য কেন্দ্র ও তারিখ সম্পর্কে কিভাবে জানবো?
সফলভাবে ভ্যাকসিনের জন্য নিবন্ধন সম্পন্ন হওয়ার পর পরবর্তী সময়ে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ভ্যাকসিনের তারিখ ও কেন্দ্র জানানো হবে।কোভিড-১৯ এর ভ্যাকসিনের কয়টি ডোজ গ্রহণ করতে হবে?
কোভিড-১৯ এর ভ্যাকসিনের দুইটি ডোজ গ্রহণ করতে হবে।কোভিড-১৯ ভ্যাকসিন সম্পন্ন হওয়ার পর ভ্যাকসিন সনদ কিভাবে পেতে পারি?
কোভিড-১৯ এর ভ্যাকসিনের দুইটি ডোজ সম্পন্ন হওয়ার পর www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে “টিকা সনদ সংগ্রহ” মেনু হতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক ভ্যাকসিন সনদ সংগ্রহ করতে পারবেন।কোভিড-১৯ টিকা কাদের দেওয়া হবে?
জাতীয় কোভিড-১৯ টিকাদান ও কর্ম পরিকল্পনা অনুসারে অগ্রাধিকার ভিত্তিক তালিকা অনুযায়ী সকলকে টিকা দেয়া হবে।একজন প্রশ্ন করলেন, আমার দাদার বয়স ৭০ বছর কিন্তু প্যারালাইজড বিছানা থেকে উঠতে পারেন না, কীভাবে আমার দাদা টিকা পাবে?
কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে সেবাদান কেন্দ্রভিত্তিক, তাই উদ্দিষ্ট ব্যক্তিকে টিকাদান কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে হবে।এই ক্যাম্পেইনে কাদের টিকা দেওয়া যাবে না?
রেজিস্ট্রেশনকৃত/লাইন লিস্টিং-এর অর্ন্তভুক্ত তালিকার উদ্দিষ্ট জনগোষ্ঠী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে কোভিড টিকা দেয়া যাবে না। ১৮ বছরের নীচে, গর্ভবতী মা এবং দুগ্ধদানকারী মা, অসুস্থ ও হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তি। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে অনুরোধ করতে হবে। ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে টিকা দেয়া যাবে না।একজন প্রশ্ন করলেন, গর্ভবর্তী মহিলা কি এই টিকা পাবে?
গর্ভবতী মহিলাদের আপাতত কোভিড-১৯ টিকা প্রদান করা হবে না।এনআইডি কার্ড হারিয়ে গেছে কীভাবে রেজিস্ট্রেশন করব?
এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অননাইন রেজিস্ট্রেশনে অর্ন্তভুক্ত করে এই কোভিড-১৯ টিকার আওতায় আনা হবে। কোভিড-১৯ টিকা পর্যায়ক্রমে সকলকেই দেয়া হবে। তাই পরবর্তীতে এনআইডি বা জাতীয় পরিচয়পত্রসহ আসুন।টিকাদান কার্ড আনি নাই, মোবাইলে কোনো তথ্য দেখা যাচ্ছে না; এখন কী করব?
টিকাদানকর্মী তাঁকে কার্ডটি পুনরায় প্রিন্ট করে নিয়ে আসতে অনুরোধ করবেনইতোমধ্যে কোভিড-১৯ হয়েছিল। চিকিৎসার পর ভালো হয়েছে, কোভিড-১৯ টিকা পাব?
অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।২৮ বছর বয়সী ৫ মাসের গর্ভবতী। সে কোভিড হাসপাতালে চাকরি করে; কোভিড-১৯ টিকা পাবে?
গর্ভবতী মহিলাদের উপর কোভিড-১৯ টিকার প্রভাব নিশ্চিত না হওয়ায় গর্ভবতী মহিলাদের আপাতত কোভিড-১৯ টিকা প্রদান করা হবে না।একজন ফ্রর্টলাইন ওয়ার্কার। উনি কাজ শেষে প্রতিদিন বাসায় যান। তাহলে বাসার সবাই কি এই টিকা পাবেন?
শুধু অগ্রাধিকারের তালিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে।টিকাদান চলাকালীন অন্য কেন্দ্রের/এলাকার কোনো ব্যক্তি যদি টিকা নিতে আসে, তবে তাকে টিকা দেওয়া যাবে কিনা?
সে যদি নির্দিষ্ট ঐ তারিখের টিকা প্রাপ্তির তালিকার অর্ন্তভুক্ত হন তবে টিকা দেয়া যাবে। টিকাদানকর্মী অবশ্যই অনলাইনে হালনাগাদ করবেন।প্রতিদিন প্রেসারের ঔষধ খেতে হয়; টিকা দেওয়া যাবে ?
অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।পনেরো দিন আগে হার্টের অপারেশন হয়েছে; টিকা দেওয়া যাবে কিনা?
সুস্থ হলে এবং অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।এই টিকার কি কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া রয়েছে?
অন্য সকল ঔষধ কিংবা টিকার মতো এই টিকারও কিছু পার্শ্ব-প্রতিক্রিয়ার সম্ভাবনা আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো খুবই মৃদু হয়ে থাকে যেমন – টিকার স্থানে ব্যথা, ফোলা, লালচে ভাব, মাংশপেশী ও অস্থিসন্ধিতে ব্যথা, দুর্বলতা, বমি বমি ভাব, জ্বর, ক্লান্তি ইত্যাদি। ক্লিনিকাল ট্রায়াল হতে প্রাপ্ত তথ্যানুযায়ী এখনও পর্যন্ত মারাত্মক কোন পার্শ্ব-প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়নি। তবে আপনার যে কোন সমস্যা হলে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যান এবং চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।